ক্লাউড একাউন্টিং কি শুধু একটি trend (প্রবনতা) না'কি হিসাবরক্ষণ পেশায় সম্ভবনার এক নতুন দিগন্ত? Cloud BPO এর আজকের আয়োজনে আমরা সেটাই জানার চেষ্টা করব।
এই ব্লগে আমরা জানতে পারব:
- ক্লাউড একাউন্টিং বোলতে কী বোঝায়?
- ক্লাউড একাউন্টিং এর ব্যবহার।
- ক্লাউড একাউন্টিং এর সুবিধা।
- বর্তমানে ও ভবিষ্যৎ হিসাবব্যবস্থায় এর প্রভাব
- জব মার্কেটপ্লেসে ক্লাউড একাউন্টিং এর চাহিদা।
- ক্লাউড একাউন্টিং শিখে কি সফল ক্যারিয়ার গড়া সম্ভব
- কতিপয় জনপ্রিয় ক্লাউড একাউন্টিং Software
১. ক্লাউড একাউন্টিং বোলতে কী বোঝায়?
ক্লাউড একাউন্টিং হলো ইন্টারনেট ভিত্তিক সফ্টওয়ারের মাধ্যমে হিসাবরক্ষণ পদ্ধতি যেখানে একটি Software এর মাধ্যমে বিশ্বব্যাপী হিসাবরক্ষণ সেবা প্রদান করা হয়এর মাধ্যমে ব্যবহারকারী সহজে ও দ্রুততম সময়ে বিশ্বের যে কোন স্থান থেকে তার আর্থিক লেনদেন লিপিবদ্ধ ও নিয়ন্ত্রন সহ হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনা করতে পারে। মানুষ সবসময় হিসাবরক্ষণ পদ্ধতিকে সহজ ও নির্ভরযোগ্য করতে কাজ করে গেছে তারই ধারাবাহিকতায় আবির্বভাব হয়েছে MS Access ও MS Excel, এর মত যুগান্তকারী সব হিসাবরক্ষণ software অতীতে যদি আপনি বা কোন কোম্পানি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাইতেন, তাহলে আপনাকে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার কিনতে হতো। তারপরে আপনাকে সেগুলো নিজে ম্যানেজ করতে হতো বা তা করার জন্য অন্য কাউকে নিয়োগ করতে হতো। এটিতে সময় এবং খরচ দুটোই বেশি লাগত। কিন্তু ক্লাউড একাউন্টিনং -এর সাহায্যে, আপনি একাউন্টিং সেবার তাৎক্ষনিক অ্যাক্সেস পেতে পারেন, সামান্য কিছু খরচের বিনিময়ে।
২. ক্লাউড একাউন্টিং এর ব্যবহার।
হিসাবের ঝামেলা ও খরচ কমাতে বর্তমানে উন্নত বিশ্বের বেশিরভাগ কোম্পানি ক্লাউড এর দিকে ঝুকছে। এখানে Data availablity যেমন আছে তেমনি তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বহু Samall business woner এবং Company Manager ক্লাউড একাউন্টিং ব্যাবহার করছে। বাংলাদেশে দ্রুত ও ক্রমবর্ধমান হারে ক্লাউড একাউন্টিং এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে যা এ দেশের হিসাবরক্ষণ পেশায় এক নতুন যুগের সূচনা করেছে।
৩. ক্লাউড একাউন্টিং এর সুবিধাঃ
ক্লাউড একাউন্টিং এর নানাবিধ সুবিধার মধ্যে প্রধান সুবিধা হলো বিশ্বের যে কোন স্থান থেকে যেকোন সময় প্রয়োজনীয় তথ্যে Access করা যায়। এর মাধ্যমে আর্থিক সিদ্ধান্ত নেয়া সহজ হয়। একটি কেন্দ্রীয় সার্ভারে তথ্য সংরক্ষিত থাকে তাই তথ্য হারানোর ভয় থাকেনা। সাধারনত ক্লাউড ভিত্তিক Software গুলোর interface অনেক সহজবোধ্য হয় যাতে হিসাববিজ্ঞানে দক্ষ না হয়েও কেউ এটি পরিচালনা করতে পারে যার মাধ্যমে হিসাবরক্ষণ ব্যয় অনেকাংশে কমানো সম্ভব হয়।
৪. বর্তমানে ও ভবিষ্যৎ হিসাবব্যবস্থায় এর প্রভাব।
বর্তমানে হিসাবব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে যা অচিরেই আরো বৃদ্ধি পাবে। ক্লাউড একাউন্টিং এর মাধ্যমে একটি Transaction Record করার সাথে সাথেই বিভিন্ন হিসাববিবরণীতে উক্ত লেনদেন Automatically Update হয়ে যাচ্ছে যা হিসাবের জটিলতা হ্রাস করে নির্ভরযোগ্য বৃদ্ধি করছে, তাছাড়া এর মাধ্যমে VAT & TAX Calculation পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে।
৫. জব মার্কেটপ্লেসে ক্লাউড একাউন্টিং এর চাহিদা।
বাংলাদেশে ক্রমবর্ধমান বেকারত্বের একটি বড় কারণ দক্ষতার অভাব। বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহু নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে যা সম্ভবনার একেকটি নতুন দুয়ার খুলে দিচ্ছে। বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক জব মার্কেটে ক্লাউড একাউন্টিং এর ব্যপক চাহিদা রয়েছে যা প্রতিনিয়ত আরো বৃদ্ধি পাচBasic Bookkeeping এর উপরেই প্রতিদিন Upwork, Fivver এর মত ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে হাজার হাজার জব পোস্ট করা হচ্ছে। প্রতিনিয়ত এই খাতে নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে তাই অচিরেই যে এই খাতে কাজের চাহিদা বহুগুনে বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
৬. ক্লাউড একাউন্টিং শিখে কি সফল ক্যারিয়ার গড়া সম্ভব?
বর্তমানে আধুনিক প্রযুক্তির হাত ধরে বিশ্ব অতি দ্রুত পরিবর্তন হচ্ছে যার ফলে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা ও কাজের ধরণ। নির্দিষ্ট প্রথাগত দক্ষতা এখন আপনাকে খুব বেশিদূর এগিয়ে নিতে পারবে না। এখন এমন অনেক কাজই স্বয়ংক্রিয় ভাবে সম্পন্ন হচ্ছে যা একসময় অকল্পনীয় ছিল। যারা পরিবর্তিত পরিস্থিতির সুবিধা নিয়ে নিজেদের প্রতিনিয়ত আপডেট রাখতে পারে কেবল তারাই ক্যারিয়ারের শির্ষে অবস্থান করে। ক্লাউড একাউন্টিং শিখে বর্তমানে ঘরে বসে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজের সুযোগ সৃস্টি হয়েছে সেই সাথে লোকাল মার্কেটে এই জবের চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে সুতরাং ক্লাউড একাউন্টিং এ দক্ষ হয়ে অবশ্যই সফল ক্যারিয়ার গড়া সম্ভব।
৭। কতিপয় ক্লাউড একাউন্টিং Software পরিচিতি।
অনেক প্রতিষ্ঠান বর্তমানে এ সেবা প্রদান করলেও চাহিদা ও ব্যবহারের বিবেচনায় কয়েকটি প্রধান Cloud Accounting Software এখানে উল্লেখ করছি
- Quickbooks Online
- Xero
- Wave Accounting
- Sage
মার্কেটে অনেক সফ্টওয়ার প্রচলিত থাকলেও এই কয়েকটি সফ্টওয়ারে উপর দক্ষতাই আপনাকে ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দিতে পারে। পরবর্তিতে আমরা উক্ত সফ্টওয়্যার গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া ক্লাউড একাউন্টিং সফ্টওয়্যার শিখতে যুক্ত হতে পারেন আমাদের প্রফোশাল এক্সপার্ট দের দ্বারা পরিচালিত কোর্সে যা আপনাকে ক্যারিয়ারে এগিয়ে যেতে সহায়তা করবে।
পরিশেষেঃ
প্রতিটি পরিবর্তন যেমন অনেক গুলো হুমকি নিয়ে আসে তেমনি নিয়ে আসে অসংখ্য সুযোগ এখন সিদ্ধান্ত আপনার আপনি হুমকিতে ভীত হবেন অথবা সুযোগ গ্রহণ করে এগিয়ে যাবেন। প্রযুক্তিগত দক্ষতা বর্তমান সময়ে আপনাকে ক্যারিয়ারের দৌড়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে তাই নিজেকে সবসময় প্রযুক্তিগত ভাবে আপডেট রাখুন। “Learn more, Earn Sure’’
Al Amin
Nice Article!!
Al Amin
Nice article!!